এখন আপনি আপনার মোবাইল দিয়ে আপনার মোবাইলের IMIE চেঞ্জ করতে অথবা Invalid IMIE সমস্যার সমাধান করতে পারবেন এতে আপনার মোবাইল ROOT করার কোন ঝামেলা নেই।
# যা যা লাগবে
প্রথমে আপনি আপনার মোবাইল থেকে *#*#3646633#*#* ডায়াল করেন।
১: Connectivity তে যান
2: CDS Information সিলেক্ট করুন
3: Radio Information সিলেক্ট করুন
৪: এবার Phone 1 আর Phone 2 লেখা দেখতে পারবেন যদি Single সিম এর ফোন হয় তাহলে phone 1 পাবেন সুধু।
৫: এবার phone 1 সিলেক্ট করার পর ঊপরে AT+ দেহতে পারবেন এটা মুছে দিয়ে এই লেখাটা লিখুন
AT +EGMR=1,7,"আপনার IMEI ১" লেখা হলে SEND AT COMMAND দিন
৬: Back এ আসেন এবার Phone 2 সিলেক্ট করে AT+ মুছে দিয়ে এই লেখাটা লিখুন
AT +EGMR=1,10,"আপনার IMEI ২" লেখা হলে SEND AT COMMAND দিন
৭: AT এর পরে একটা Space দিতে হবে।
৮: আপনার IMEI ১ এর এখানে আপনার মোবাইলের বেটারির নিতে অথবা মোবালের বক্স এ থাকা IMEI নাম্বার টা দিতে হবে।
0 Comment "এবার আপনার Android মোবাইল দিয়ে Invalid IMIE সমস্যার সমাধান করুন { NO ROOT }"
Post a Comment