সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।
আজ আপনাদের জানাবো কিভাবে এন্ড্রুইড ফোণ থেকে দেশ বিদেশে যেকোন নাম্বারে ফ্রি কথা বলা যায়, ব্যালেন্স থেকে কোন টাকা কাটবে না, শুধু ইন্টারনেট ডাটা কানেকশন চালু রাখতে হবে।
প্রথমে আপনার এন্ড্রুইড ফোণের ডাটা কানেকশন চালুন করে নিন। তারপর Google Play Store সার্চ অপশন গিয়ে (ZIPT Or Zipt free calls & messages) লিখে সার্চ করুন। দেখবেন একটি এপস আসবে সেটি Download করে ইন্সটল করুন। অথবা এখান থেকে ডাউনলোড করে নিন। ডাউনলোড করতে এখানে ক্লিক করুন (13.9mb) ইন্সটল করা শেষ হলে Apps টি ওপেন করুন। ভালোভাবে বুঝার জন্য নিচের ছবিটি দেখুন।
বিঃ দ্রঃ যাকে ফোন করবেন তার ফোনে এই Apps টি থাকতে হবে না। এককথায় তার সাধারন ফোন হলেও ফ্রি কল করা যাবে। আর অবশ্যই ইন্টারনেট কানেকশন অন রাখতে হবে।
0 Comment "ফ্রি কথা বলুন দেশ বিদেশে"
Post a Comment