এক ক্লিকে আনফ্রেন্ড করুন আপনার ফেসবুকের সকল ফেন্ড কে

শুরুতেই সালাম ও শুভেচ্ছা নিবেন। আশা করি সবাই ভাল আছেন।
আজকের টিউন টা খুব ছোট্ট। হ্যা খুবই ছোট্ট। টিউন টা মূলত ফেসবুক চেলিব্রেটির বেশি কাজে লাগবে। :mrgreen:   কারণ চেলিব্রেটিরা প্রতিনিয়ত ফ্রেন্ডলিস্ট আপডেট রাখে।  আর ফ্রেন্ডলিস্ট আপডেট রাখতে হলে প্রয়োজন সব ইউনিক লাইকার  ফ্রেন্ড।  😛
এজন্য অবশ্যই পুরাতন ফ্রেন্ডলিস্ট নতুন করতে সব গুলোকে আনফ্রেন্ড করতে হয়। সর্বোচ্চ ৫ হাজ্র ফ্রেন্ড কে একটা একটা করে আনফ্রেন্ড করতে আপনার এক মাসও লেগে যেতে পারে।  এখন আর এক মাস লাগবে না এক নিমিষেই আনফ্রেন্ড করতে পারবেন আপনার ফ্রেন্ডলিস্ট।
আজ আমি দেখাব কিভাবে এক ক্লিকে আনফ্রেন্ড করবেন আপনার সকল ফেসবুক ফ্রেন্ড কে  ? তাও আবার শুধু মাত্র একটা এক্সটেনশান এর মাধ্যমে।
এই এক্সটেনশান টি  শুধু গূগোল ক্রমে কাজ করবে।
প্রথমে এই এক্সটেনশান  গুগোল ক্রমে এড করুন।
এবার আপনার ফ্রেন্ড লিস্টে গিয়ে এক্সটেনশান  বার থেকে মাত্র ডাউনলোডকৃত  এক্সটেনশান টি তে ক্লিক করুন।
তারপর নিচের ছবির মত Remove All My Facebook Friends এ ক্লিক করুন।



হ্যা এবার এক ক্লিকে নিমিষেই আনফ্রেন্ড করুন উরাধুরা ফ্রেন্ডলিস্ট।

2 Comments